
পিএসজিতে চুক্তি বাড়ল নেইমারের
প্রকাশ: ০২ জুলাই ২২ । ১১:৫৮ | আপডেট: ০২ জুলাই ২২ । ১১:৫৮
স্পোর্টস ডেস্ক
-samakal-62bfde92b6665.jpg)
গুঞ্জন ছিল ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন ছাড়ছেন ব্রাজিল তারকা নেইমার। তবে ফরাসি সংবাদমাধ্যম 'লেকিপ' জানিয়েছে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন হল নেইমারের।
দেড় বছর আগে নেইমার যখন ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেন, তখন সেই চুক্তিপত্রে শর্ত ছিল, ২০২২ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ পূর্ণ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে পিএসজিতে সেটির মেয়াদ আরও দুই বছর বাড়বে, অর্থাৎ চুক্তি বেড়ে ২০২৭ সাল পর্যন্ত নবায়ন হয়ে যাবে। আর এ শর্ত কার্যকর হয়েছে চলতি বছরের ১ জুলাই থেকে। এই শর্তটিই পিএসজিতে থেকে যাওয়ার পক্ষে কাজ করেছেন।
পিএসজিতে নেইমারের বাৎসরিক বেতন ৩ কোটি ইউরো। এই বেতনে তাকে খুব কম ক্লাবই দলে ভেড়াতে পারবে। দলবদলের বাজারে নেইমারকে নিয়ে চেলসির কথা শোনা গেলেও এখন আর সেই সুযোগ নেই প্রিমিয়ার লিগের ক্লাবটির।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com