মণিপুরে সেনাক্যাম্পে ভূমিধস: নিহত বেড়ে ২৪, নিখোঁজ ৩৮

প্রকাশ: ০২ জুলাই ২২ । ১২:৪৮ | আপডেট: ০২ জুলাই ২২ । ১৩:১৬

অনলাইন ডেস্ক

ছবি: এএনআই

ভারতের মণিপুর রাজ্যে স্থানীয় একটি সেনা ক্যাম্পে ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৮ জন সেনা সদস্যও রয়েছে। 

শনিবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানায়।

কর্মকর্তারা জানান, মণিপুরের নোনে জেলায় স্থানীয় সেনা ক্যাম্পে ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। এর মধ্যে সেনা সদস্য রয়েছেন ১৮ জন। ১৩ সেনা সদস্য ও পাঁচ জন বেসামরিক নাগরিককে উদ্ধার করা হয়েছে। আর এখনও ৩৮ জন নিখোঁজ রয়েছেন।

তুপুল ইয়ার্ড রেলওয়ে কনস্ট্রাকশন সাইটের কাছে সেনা ক্যাম্পে ভূমিধসের এ ঘটনা ঘটেছে বুধবার রাতে। যারা এখনও ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছেন তাদের উদ্ধারে ভারতীয় সেনাবাহিনী, আসাম রাইফেলস, আঞ্চলিক সেনা এবং কেন্দ্রীয় ও রাজ্যের জরুরি দুর্যোগ মোকাবিলায় নিয়োজিত সদস্যরা চেষ্টা অব্যাহত রেখেছেন।

এক কর্মকর্তা বলেন, বৃষ্টি ও অন্যান্য সমস্যার কারণে উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। ধ্বংসাবশেষের নিচে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধারে তাদের অবস্থান শনাক্ত করার জন্য প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে।

মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিংহ শুক্রবার সেনাবাহিনী ও সরকারের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন, নিহতদের পরিবারকে ৫ লাখ ও আহতদের ৫০ হাজার রুপি দেওয়া হবে।

শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় টুইটে জানিয়েছেন, ভূমিধসের ওই ঘটনায় তার রাজ্যের ৯ সেনা নিহত হয়েছে।

তিনি লেখেন, মণিপুরে ভূমিধসের ঘটনায় দার্জিলিং হিলের নয় সেনা রয়েছে জানার পর খুবই দুঃখ পেয়েছি। তাদের প্রতি রইল আন্তরিক সমবেদনা।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com