
চার ঘণ্টায় শেষ ঢাকার সাড়ে ২৩ হাজার ট্রেনের টিকিট বিক্রি
প্রকাশ: ০২ জুলাই ২২ । ১৩:৫৩ | আপডেট: ০২ জুলাই ২২ । ১৩:৫৩
সমকাল প্রতিবেদক

শনিবার সকাল আটটা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকার ট্রেনের ২৩ হাজার ৫২৫টি আসনের টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে অনলাইনে ১২ হাজার ৭২৫ এবং কাউন্টার থেকে ১০ হাজার ৮০০ আসনের টিকিট বিক্রি হয়েছে। ট্রেনের টিকিট বিক্রির অপারেটর সহজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার সকাল আটটা থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়। শনিবার সকাল আটটা থেকে দেওয়া হচ্ছে ৬ জুলাইয়ের ট্রেনের টিকিট। ওই দিন ঢাকা থেকে ৩৪ টি আন্তঃনগর ট্রেনে আসন সংখ্যা মাত্র ২৬ হাজার ৬১৩টি। এর অর্ধেক ঢাকার কমলাপুর স্টেশনসহ ছয়টি স্থান থেকে বিক্রি করা হচ্ছে। বাকি অর্ধেক বিক্রি করা হচ্ছে ওয়েব ও অ্যাপে।
সহজ মুখপাত্র ফারহাদ আহমেদ দাবি করেন, ওয়েবে অ্যাপে কোনো সমস্যা নেই। দুপুর ১টা পর্যন্ত সাত কোটির বেশি হিট হয়েছে।
যদিও যাত্রীদের অভিযোগ, সকাল আটটার দিকে অ্যাপে ঢোকা যাচ্ছে না। অপেক্ষমান রাখা হচ্ছে। যখন ঢোকা যায়, তার আগেই টিকিট শেষ হয়ে যায়।
জানা যায়, অনলাইন ও কাউন্টারের অধিকাংশ যাত্রী টিকিট পাচ্ছেন না। আগের দিনের মত শনিবারও এসি ও কেবিনের টিকিট সকালে বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। টিকিট না পেয়ে বহু মানুষ বেলা ১২টার দিকে ৭ জুলাইয়ের ট্রেনের টিকিটের জন্য লাইনে দাঁড়ান। ওই দিনের টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল রোববার সকাল আটটায়।
রেল সূত্র সমকালকে জানিয়েছে, তদবিরে যাবে এসব টিকিট। এসি ও কেবিনের বগি ঈদের আগাম টিকিটের সার্ভারে যুক্ত করা হয়নি। ক্ষমতাধরদের আসা তদবির একসঙ্গে করার পর, তাদের দেওয়া হবে এসব বগির টিকিট। যা বাড়তি থাকবে, তা পাবেন সাধারণ যাত্রীরা।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com