
যাত্রী অনেক বেশি, সবাইকে ট্রেনের টিকিট দেওয়া সম্ভব নয়: রেলমন্ত্রী
প্রকাশ: ০২ জুলাই ২২ । ১৩:৫৬ | আপডেট: ০২ জুলাই ২২ । ১৮:১২
সমকাল প্রতিবেদক

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ফাইল ছবি
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ট্রেনের টিকিটের সংখ্যার তুলনায় যাত্রী অনেকে বেশি। সবাই টিকিট পাবে না। সবাইকে টিকিট দেওয়া সম্ভব নয়। যমুনায় বঙ্গবন্ধু রেলসেতু এবং পদ্মাসেতুতে রেল চলাচল শুরু হলে, ট্রেনের সংখ্যাা বাড়ানো যাবে। তখন আসন সংখ্যাও বাড়বে।
শনিবার কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য উন্নতমানের ট্রলি সরবরাহ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এদিন চীন থেকে আমদানি করা উন্নতমানের ৫০টি ট্রলি হস্তান্তর করে ইসলামী ব্যাংক।
রেলমন্ত্রী বলেন, ঈদুল ফিতরের সময় অনলাইনে টিকিট কাটতে বিভিন্ন অভিযোগ ছিল। তবে এবার এখন পর্যন্ত সে ধরনের অভিযোগ পাইনি। গণমাধ্যমে দেখলাম অনেকেই অনলাইন মাধ্যমে টিকিট কাটতে পেরেছেন। এরপরও এবার অনলাইন টিকিটে ফাঁকফোকর পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সুজন বলেন, প্রধানমন্ত্রী রেল মন্ত্রণালয়কে ঢেলে সাজাতে চান। রেল মন্ত্রণালয়ে এবার ১৯ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী বছরের মধ্যে ট্রেন কক্সবাজার যাবে। ঢাকা থেকে ভাঙ্গা যাবে। যাত্রীদের প্রধান চাহিদা এখন ট্রেন। এবার পোশাক কারখানার শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন থাকছে। জয়দেবপুর থেকে ওই ট্রেনের টিকিট নেওয়া যাবে। ডুয়েলগেজ ৬০টি বগি আসছে। আরও ১০০টি পাইপলাইনে আছে।
এসময় রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মওলা, এক্সিকিউটিভ ম্যানেজার মিজানুর রহমান ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে ১ জুলাই থেকে ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়। সেদিন থেকেই কমলাপুর রেলস্টেশনে টিকিটপ্রত্যাশীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com