ফরিদপুরে চাষিদের মাঝে বীজ ও সার বিতরণ

প্রকাশ: ০২ জুলাই ২২ । ১৪:০৪ | আপডেট: ০২ জুলাই ২২ । ১৪:০৪

ফরিদপুর অফিস

বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ। ছবি- সমকাল।

ফরিদপুরে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণ করা হয়।

২০২১-২২ অর্থবছরে খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধানের বীজ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এ বীজ ও সার বিতরণ করা হয়।  

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা। উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আবুল হোসেন মিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জহির রায়হান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মুজাহিদ, আব্দুর রব প্রমুখ।

সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আবুল হোসেন মিয়া জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সদর উপজেলার ছয়শতাধিক কৃষকের মাঝে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রত্যেক কৃষককে পাঁচ কেজি ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হয়েছে। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com