
খুলনা সিটি করপোরেশনের পশুর হাট শুরু হচ্ছে রোববার
প্রকাশ: ০২ জুলাই ২২ । ১৮:৫৫ | আপডেট: ০২ জুলাই ২২ । ১৮:৫৫
খুলনা ব্যুরো

প্রতীকী ছবি
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ব্যবস্থাপনায় আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাট। নগরীর জোড়াগেট এলাকায় বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে এই হাটের উদ্বোধন করবেন সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। এটি নগরীর সবচেয়ে বড় হাট।
হাট পরিচালনা কমিটির আহ্বায়ক ও কেসিসির ২১নং ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন জানান, অন্যান্য বছরের মতো এবারও হাটে প্রয়োজনীয় সংখ্যক ক্লোজ সার্কিট ক্যামেরা ও লাইট স্থাপন করা হচ্ছে। থাকবে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা, জাল টাকা শনাক্তকরণ মেশিন। হাটে রাজস্ব আদায় করা হবে কম্পিউটারের সফটওয়্যারের মাধ্যমে।
তিনি জানান, মানুষ ও কোরবানির পশু অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসায় থাকবে পৃথক চিকিৎসক। করোনা প্রতিরোধে ক্রেতা-বিক্রেতাদেরকে হাটে মাস্ক পরে আসার আহ্বান জানানো হয়েছে। এছাড়া হাটে শিশু ও বৃদ্ধদের ঢুকতে নিরুৎসাহিত করা হয়েছে।
কেসিসি সূত্রে জানা গেছে, গতবছর কেসিসির পশুর হাটে ৫ হাজার ২৮০টি গরু, ১ হাজার ৬৩৯টি ছাগল ও ২১টি ভেড়া বিক্রি হয়েছিল। এ থেকে কেসিসির রাজস্ব আয় হয়েছিল ২ কোটি ৪৩ হাজার ৪৫ টাকা। গত বছরের মতো এ বছরও হাটে রাজস্ব নির্ধারণ করা হয়েছে প্রতি হাজারে ৫০ টাকা।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com