
লালমনিরহাটে বন্যার্তদের মাঝে পুনাকের ত্রাণ বিতরণ
প্রকাশ: ০২ জুলাই ২২ । ২০:২২ | আপডেট: ০২ জুলাই ২২ । ২০:২২
সমকাল প্রতিবেদক

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন পুনাক সভানেত্রী
লালমনিরহাটের হাতিবান্ধা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত দুইশত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। শনিবার স্থানীয় সানিয়াজান ইউনিয়নের শেখ সুন্দর প্রাথমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সংগঠনটির সভানেত্রী জীশান মীর্জা এই ত্রাণ বিতরণ করেন। পরে তিনি হাতিবান্ধা থানা প্রাঙ্গণে নবনির্মিত শিশু কর্নার উদ্বোধন করেন।
পুলিশ সদরদপ্তর জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত দুইশত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, সয়াবিন, লবণ ও আলু বিতরণ করা হয়। শিশু কর্নার উদ্বোধনের পর স্থানীয় ৪৫ জন শিশু-কিশোরের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন পুনাক সভানেত্রী।
এছাড়া পিএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পুলিশ সদস্যদের ১৪ জন সন্তানদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। অনুষ্ঠানে লালমনিরহাট জেলার পুলিশ সুপার আবিদা সুলতানা এবং পুনাকের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) মো. কামরুজ্জামান জানান, হাতিবান্ধা থানা প্রাঙ্গণে শিশু কর্নারটি জেলা পুলিশের উদ্যোগে নির্মিত হয়। এখানে শিশুবান্ধব পুলিশি কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন বিষয়ের সচিত্র বিবরণ রয়েছে। পাশাপাশি শিশু সুরক্ষা, আইনি সহায়তা ও শিশু অধিকার বাস্তবায়নে পুলিশের শিশুবান্ধব সেবা, সাধারণ ডায়েরি, এজাহার, শিশুবান্ধব পুলিশ কর্মকর্তা, প্রবেশন কর্মকর্তা ও শিশু আদালত বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শিশু কর্নারটি সাজানো হয়েছে।
তিনি আরও জানান, শিশুদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করে তোলা, শিশুর সুষ্ঠু বিকাশ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন তথ্য চিত্র প্রদর্শনীর ব্যবস্থাও রয়েছে এ কর্নারে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com