বন্যার্তদের ত্রাণ দিল সওজ ডিপ্লোমা প্রকৌশলী সমিতি

প্রকাশ: ০২ জুলাই ২২ । ২২:৩৬ | আপডেট: ০২ জুলাই ২২ । ২২:৩৬

অনলাইন ডেস্ক

ছবি: সৌজন্য

সিলেটের বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ এবং সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার্তদের ত্রাণ দিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) ডিপ্লোমা প্রকৌশলী সমিতি। 

শনিবার হাজারখানেক পরিবারকে ত্রাণ হিসেবে চাল, ডালসহ শুকনো খাবার দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রাণসামগ্রী বিতরণে অংশ নেন সওজ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মুন্তাসীর হাফিজ, সিনিয়র সহ-সভাপতি মু. তারিক হোসেন, সহ-সভাপতি (সিলেট) মোহাম্মদ শাহাদাৎ হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সিলেট জেলা শাখার সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক খালেদুর রহমানসহ সুনামগঞ্জ জেলা শাখার ডিপ্লোমা প্রকৌশলীরা।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com