চার মাস পর ময়মনসিংহে করোনায় প্রথম মৃত্যু

প্রকাশ: ০৪ জুলাই ২২ । ১৭:২৫ | আপডেট: ০৪ জুলাই ২২ । ১৭:২৫

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। আর তাতে চার মাস মৃত্যু শূন্য থাকার পর করোনায় প্রথম মৃত্যু দেখলো ময়মনসিংহ।

সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক বার্তায় করোনায় আক্রান্ত হয়ে রোগী মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মোহাম্মদ খান (৭২) নাম এক বৃদ্ধ মারা গেছেন। তিনি নেত্রকোনা জেলার বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে মমেকের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ওই বৃদ্ধ।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর জানিয়েছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট। 

তিনি আরও জানান, বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন একজনসহ করোনা ওয়ার্ডে মোট ২৩ জন রোগী ভর্তি রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৯ জন। এসময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ জন। একইসময় সুস্থ হয়ে  বাড়ী গিয়েছেন ২ জন।

এছাড়া ওয়ান স্টপ ফ্লু কর্ণারে গত ২৪ ঘণ্টায় মোট সেবা নিয়েছেন ১০১ জন রোগী। আর গত ২৪ ঘণ্টায় টেলিমেডিসিন সেবা নিয়েছেন আরও ৬ জন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com