
উপায়ে দেওয়া যাবে ইডেন কলেজের একাডেমিক ফি
প্রকাশ: ১৪ জুলাই ২২ । ০০:০০ | প্রিন্ট সংস্করণ
শিল্প ও বাণিজ্য ডেস্ক

দেশের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা তাঁদের সব ধরনের একাডেমিক ফি দিতে পারবেন মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান উপায়ের মাধ্যমে।
উপায়ের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রেজাউল হোসেন এবং ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে কলেজ প্রাঙ্গণে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছেন।
বুধবার এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এই চুক্তির ফলে ইডেন মহিলা কলেজের প্রায় ২৫ হাজার ছাত্রী মাসিক টিউশন ফিসহ কলেজের সব ধরনের ফি প্রদান করতে পারবেন উপায় অ্যাপ অথবা ইউএসএসডি কোড *২৬৮# ডায়াল করে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইডেন মহিলা কলেজের ভূগোল বিভাগের প্রধান অধ্যাপক কাজী আতিকুজ্জামান এবং উপায়ের চিফ সেলস অ্যান্ড সার্ভিস অফিসার ইমন কল্যাণ দত্ত, ডিরেক্টর (সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন) বিপ্লব ব্যানার্জী, ডেপুটি ডিরেক্টর শাকিব আলতাফ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হাসান মোহাম্মদ জাহিদ ও অ্যাকাউন্ট ম্যানেজার শাহ্ মো. বদিউর রহমান।
২০২১ সালের মার্চে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি 'উপায়'। বর্তমানে উপায় বিস্তৃত পরিসরে এমএফএস সেবা প্রদান করছে ইউএসএসডি এবং মোবাইল অ্যাপ উভয়ের মাধ্যমে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com