
মাহিন্দা ও বাসিলের দেশত্যাগ না করার অঙ্গীকার
প্রকাশ: ১৪ জুলাই ২২ । ১৪:৫৯ | আপডেট: ১৪ জুলাই ২২ । ১৪:৫৯
অনলাইন ডেস্ক

ছবি: ডেইলি মিরর
মৌলিক অধিকার সংক্রান্ত একটি পিটিশনের শুনানি হওয়ার আগ পর্যন্ত দেশত্যাগ করবেন না বলে অঙ্গীকার করেছেন শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও তার ভাই সাবেক মন্ত্রী বাসিল রাজাপাকসে।
নিজেদের আইনজীবীদের মাধ্যমে আদালতকে তারা এই অঙ্গীকার করেন। আগামীকাল সুপ্রিমকোর্টে ওই পিটিশনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার শ্রীলঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর অনলাইন এই খবর দিয়েছে। প্রেসিডেন্ট গোতাবায়ার বড় ভাই মাহিন্দা রাজাপাকসে। আর বাসিল হলেন গোতাবায়ার ছোট ভাই। এই দুজনও রাজাপাকসে পরিবারের প্রভাবশালী সদস্য।
ডেইলি মিরর আরও জানিয়েছে, প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়ার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চে পিটিশনটির শুনানি হবে। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি বুওয়ানেকা আলুভিহারে, প্রিয়ন্তা জয়াবর্ধনে, বিজিথ মালালগোদা এবং এলটিবি দেহিদেনিয়া।
প্রসঙ্গত, গত মে মাসে গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মাহিন্দা রাজাপাকসে। পদত্যাগের পর থেকে তিনি দেশেই অবস্থান করছেন। অন্যদিকে গত শনিবার বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সরকারি বাসভবনে ঢোকে পড়লে দেশটির রাজনৈতিক পরিস্থিতির অবনতি হয়।
এরপর সোমবার মধ্যরাতে কলম্বোর বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি সিল্ক রুট প্যাসেঞ্জার ক্লিয়ারেন্স টার্মিনাল দিয়ে দেশত্যাগ করতে চেয়েছিলেন বাসিল। কিন্তু বাসিল বিমানবন্দরে উপস্থিত হলে সেখানে থাকা অন্য যাত্রীরা তাকে দেশত্যাগ করতে না দিতে বিক্ষোভ শুরু করে। পরে অভিবাসন কর্মকর্তারা তাকে দেশত্যাগে অনুমোদন দেয়নি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com