রাফিনহা বার্সায় আসলেন, ডেম্বেলেও থেকে গেলেন

প্রকাশ: ১৪ জুলাই ২২ । ১৬:৩১ | আপডেট: ১৪ জুলাই ২২ । ১৭:৫৬

স্পোর্টস ডেস্ক

ছবি: ফাইল

একদিন আগে ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার রাফিনহার সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে বার্সেলোনা। লিডস ইউনাইটেড থেকে সব মিলিয়ে ৬৫ মিলিয়ন ইউরো দিয়ে কিনতে হয়েছে তাকে। 

পরদিন (বৃহস্পতিবার) বার্সেলোনা ফ্রান্সের রাইট উইঙ্গার উসমান ডেম্বেলের সঙ্গে চুক্তি নবায়নের ঘোষণা দিয়েছে। তার সঙ্গে গত ৩০ জুন চুক্তি শেষ হয়ে গিয়েছিল বার্সার। ফ্রি এজেন্টে ছিলেন তিনি। 

নতুন করে দুই বছরের চুক্তিপত্রে সই করেছেন ফ্রান্সম্যান। তাও প্রায় ৪০ শতাংশ বেতন কম নেওয়ার শর্তে। অথচ বার্সা তাকে চুক্তি নবায়ন করার জন্য ছয় মাস ধরে তেল দিয়ে যাচ্ছিল। 

ডেম্বেলে প্রস্তাবে কোন সাড়া দিচ্ছিলেন না। এখন বার্সা রাফিনহাকেও কিনল, ডেম্বেলেও থেকে গেলেন। অথচ ক্লাবটির পরিকল্পনা ছিল একজন থাকলে অন্যজনকে না কেনা। 

রাফিনহা এবং ডেম্বেলে দু’জনই প্রথাগত রাইট উইঙ্গার। জাভির হাতে দু’জনকে একসঙ্গে খেলানোর সুযোগ কম। যদিও দুই পায়ে সমান পারদর্শী ডেম্বেলে লেফট উইঙ্গেও খেলতে পারেন। ওই জায়গা আনসু ফাতি এবং ফারান তোরেস দখলে রেখেছেন।  

একজন খেললে অন্যজনকে তাই বেঞ্চে বসে থাকতে হবে। গত মৌসুমে ইনজুরির কারণে অর্ধেক মৌসুম খেলতে পারেনি ডেম্বেলে। এরপরও লা লিগার দ্বিতীয় সর্বোচ্চ গোলে এসিস্ট দিয়েছেন তিনি। 

অন্যদিকে রাফিনহা লিডসে শেষ মৌসুমে ১০ গোল করেছেন। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ড্রিবলিং করাদের একজন তিনি। তার প্রেসিং ফুটবলও মনে ধরার মতো। তবে সফল বল পাসের হারে পিছিয়ে ছিলেন তিনি। আগামী মৌসুমে রাফিনহা এবং ডেম্বেলের একাদশে জায়গা পাওয়া নিয়ে বেশ লড়তে হবে। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com