জমি নিয়ে ছেলেদের ঝগড়া, থামতে বলায় বাবাকে পিটিয়ে হত্যা

প্রকাশ: ১৪ জুলাই ২২ । ১৬:৪৫ | আপডেট: ১৪ জুলাই ২২ । ১৮:২৫

ঝিনাইদহ প্রতিনিধি

প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে মান্নান (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার আমিননগর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মান্নান আমিননগর গ্রামের প্রয়াত আবদেল মন্ডলের ছেলে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে মফিজুল পলাতক রয়েছেন।

জানা যায়, দুপুরে বাবার জমি নিয়ে মফিজুল ও অন্য ভাইদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। বিষয়টি পরে সমাধান করা হবে বলে বাবা মান্নান তাদেরকে থামতে বলেন। এ সময় উত্তেজিত হয়ে ছেলে মফিজুল কাছে থাকা লাঠি দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান মান্নান।

মহেশপুর থানার ওসি সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনায় অভিযুক্ত মফিজুলকে আটকের চেষ্টা চলছে।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com