
জিএমপির নতুন কমিশনার
'শব্দ হবে কম, কাজ হবে বেশি'
প্রকাশ: ১৪ জুলাই ২২ । ১৯:১১ | আপডেট: ১৪ জুলাই ২২ । ১৯:১১
গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের নতুন কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেছেন, আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। আমি কাজ করে দেখাতে চাই। শব্দ হবে কম, কাজ হবে বেশি। আমার কাজ হবে সহি, স্বচ্ছতার সঙ্গে।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের সদর দপ্তরে অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমার টিম নিয়ে জনবান্ধব পুলিশ হিসেবে সেবা মানুষের দরজায় পৌঁছে দিতে চাই।
এসময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ কমিশনার বরকত উল্লা খান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) জাকির হাসান, উপ-কমিশনার (অপরাধ- দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ, উপ-কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুনসহ আরও অনেকে।
কমিশনার হিসেবে মোল্যা নজরুল ইসলাম বুধবার দুপুরে গাজীপুর মেট্টোপলিটন পুলিশ সদর দপ্তরে যোগদান করেছেন। গত ৩০ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১-এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোল্যা নজরুল ইসলামকে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com