বিএসটিআইর মামলা

সিটি গ্রুপ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশ: ১৪ জুলাই ২২ । ২০:০২ | আপডেট: ১৪ জুলাই ২২ । ২০:০৬

চট্টগ্রাম ব্যুরো

ভোজ্যতেলসহ ভোগ্যপণ্য বিপণনকারী সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ পরোয়ানা জারি করেন।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মামলায় অভিযোগ গঠন শেষে এ আদেশ দেওয়া হয়। ২০১৯ সালের ২০ অক্টোবর আদালতে এ মামলা করা হয়েছে।

বিএসটিআইর আইনজীবী আশরাফ খন্দকার রনি জানান, ল্যাবে পরীক্ষা করে বিএসটিআই সিটি গ্রুপের ভোজ্যতেলে সরকারের নির্ধারিত মানমাত্রায় ভিটামিন 'এ' পায়নি। সিএম লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠানটি ভোজ্যতেল বাজারজাত করছিল। মামলায় সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান আসামি। মামলার পর তিনি উচ্চ আদালত থেকে জামিন নেন। উচ্চ আদালত অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেওয়ার বিষয়ে নির্দেশনা দেন। তবে তিনি ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হননি। দুই বছর হাজির না হওয়ার বিষয়টি আদালতের নজরে আনার পরই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com