
ঈদ পুনর্মিলনী
ফরিদপুরে দুই গুণী শিল্পীকে সুহৃদের সম্মাননা
প্রকাশ: ১৪ জুলাই ২২ । ২১:৫৯ | আপডেট: ১৪ জুলাই ২২ । ২১:৫৯
ফরিদপুর অফিস

ফরিদপুরের দুই প্রবীণ গুণী সংগীতশিল্পী নমিতা কুণ্ডু ও পান্না আহম্মেদকে সম্মাননা দিয়েছে সমকাল সুহৃদ সমাবেশ। বুধবার রাতে ঈদ-পরবর্তী আনন্দ আয়োজনে শহরের আলীপুরে সমকাল অফিস মিলনায়তনে এ সম্মাননা দেওয়া হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয় ফরিপুরের দুই সংগীতগুরু নমিতা কুণ্ডু ও পান্না আহম্মেদ এবং দুই কৃতী ব্যক্তিত্ব সমকাল প্রকাশক আবুল কালাম আজাদ ও বাদ্যযন্ত্র শিল্পী মো. আলাউদ্দীনকে উত্তরীয় পরিয়ে দেওয়ার মধ্য দিয়ে। সেখানে সংগীত পরিবেশন করেন ফরিদপুরের আরেক গুণীজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী।
নবীন-প্রবীণ শিল্পী ও শুভানুধ্যায়ীদের এই মিলনমেলায় ফরিদপুর সুহৃদ সমাবেশের সভাপতি জয়ন্ত ভট্টাচার্যের সভাপতিত্বে এর আগে সন্ধ্যায় আলোচনা ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। সুহৃদ সম্পাদক কাজী সবুজের সঞ্চালনায় সেখানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগঠক অধ্যাপক আলতাফ হোসেন।
সমকাল সুহৃদের এই আনন্দ আয়োজনে আরও গান গেয়ে শোনান জীবন বিশ্বাস, তামান্না আক্তার, সজীব সূত্রধর, পলাশ নন্দী, প্রমা সাহা ও ব্যান্ডসংগীত শিল্পী সাজু। কবিতা আবৃত্তি করেন বেলায়েত হোসেন। সংগীতগুরু নমিতা কুণ্ডু ও পান্না আহম্মেদ সুহৃদের সম্মাননা ক্রেস্ট গ্রহণ শেষে নিজেরাও সংগীত পরিবেশন করেন। সমকাল প্রকাশক আবুল কালাম আজাদ তাঁর বক্তব্য শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার কিছু অংশ আবৃত্তি করে শোনান। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন সুহৃদ তামান্না ও তনু।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com