
চট্টগ্রামের রীতি নীতি ও কুসংস্কার নিয়ে ‘চাটগাঁইয়া গোলমাল’
প্রকাশ: ১৬ জুলাই ২২ । ১৩:০৯ | আপডেট: ১৬ জুলাই ২২ । ১৩:১৩
বিনোদন প্রতিবেদক

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক 'চাটগাঁইয়া গোলমাল '। চট্টগ্রাম শহরের বিভিন্ন লোকেশনে এই নাটকের শুটিং হয়েছে। নাটকের গল্পের তুলে ধরা হয়েছে চট্টগ্রামের বিভিন্ন কৃষ্টি-কালচার কে। সেই সাথে কিছু ব্যাড কালচারের বিরুদ্ধে করা হয়েছে প্রতিবাদ।
দীর্ঘদিনের পরিকল্পনার নির্মিত হয়েছে বিশেষ এই নাটকটি। আর এই পুরো প্রজেক্টর ভাবনা ও পরিকল্পনা করেছেন প্রযোজক আকবর হায়দার মুন্না।
নাটকের স্ক্রীপ্ট মেজবাহ উদ্দিন সুমনের। রচনা ও পরিচালনা করেছেন রুবেল হাসান।
মোশনরক এন্টারটেইনমেন্টের তত্বাবধায়নে নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- ইরফান সাজ্জাদ, সাবিলা নূর, তানভীর, নাবিলা, চিত্রলেখ গুহ, মুকিত জাকারিয়া, আমিন আজাদ, হিন্দোল রায়, আসিফ আহমেদ শোভন, সামা ইসলাম, রনি সহ আরও অনেকে।
নাটকটির ভাবনা ও পরিকল্পনা ও প্রয়োজনায় ছিলেন ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট এর কর্ণধার আকবর হায়দার মুন্না। তিনি জানালেন, 'নাটকে আমরা চট্টগ্রামের রীতি নীতির বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। তবে অবশ্যই কাউকে হেয় করে নয়। নাটকের সংলাপগুলো খুব মজার।
ঈদের নাটকে দর্শকরা বাড়তি বিনোদন পছন্দ করেন। সেইদিক বিবেচনা করে এই নাটকটি নির্মাণ করেছি। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার নাটকটি দর্শকদের ভালো লাগবে।'
নাটকটি প্রকাশের পর দর্শক এবং বিভিন্ন মহল থেকে প্রশংসায় ভাসছে নাটকের সাথে সংশ্লিষ্ট সবাই। ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে নাটকটি দেখতে পাচ্ছে দর্শক।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com