
৩৮৫ টাকার টিকেট হাজার টাকায় বিক্রি, যুবকের তিন মাসের কারাদণ্ড
প্রকাশ: ১৬ জুলাই ২২ । ২১:৫০ | আপডেট: ১৬ জুলাই ২২ । ২২:০২
ময়মনসিংহ প্রতিনিধি

বুকিং কাউন্টারে টিকেট নেই। কিন্তু ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের বুকিং কাউন্টারের সামনেই টিকেট বিক্রি করছিলেন এক যুবক। সেটাও টিকেটের নির্ধারিত দামের চেয়ে আড়াই গুণ বেশি দামে। ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী আন্ত:নগর বিজয় এক্সপ্রেস ট্রেনের শোভন কোচের একটি টিকেটের দাম ৩৮৫ টাকা। সেই টিকেটই এক হাজার টাকায় বিক্রি করছিলেন ওই যুবক।
এমন খবরে শনিবার বিকেলে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালায়। অভিযানে অভিযুক্ত যুবককে হাতেনাতে আটক করা হয়। এরপর তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
দন্ডপ্রাপ্ত ওই যুবকের নাম শামীম মিয়া (২২)। তিনি ময়মনসিংহ নগরীর বাঘমারা মেডিকেল গেইট এলাকার মৃত হাতেম আলীর ছেলে।
সম্প্রতি জেলা প্রশাসনের কাছে অভিযোগ আসে, মযমনসিংহ রেলওয়ে জংশনে ট্রেনের টিকেট কালোবাজারে বিক্রি হয়। এমন অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের টিকেট কালোবাজারি রোধে শনিবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের অভিযানে যায়।
এসময় টিকেট বুকিং কাউন্টারের সামনে থেকে সাধারণ মানুষের কাছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে ট্রেনের টিকেট বিক্রির সময় এক যুবককে হাতেনাতে আটক করা হয়। তার কাছে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৬টি টিকেট পাওয়া যায়। এরপর তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ বলেন, অন্তত তিনমাস ধরে ট্রেনের টিকেট কালোবাজারে বিক্রি করছিল বলে স্বীকার করেছে শামীম। সে মূলত অভ্যাসগত অপরাধী। এ ধরণের অপতৎপরতা রোধে জেলা ম্যাজিস্ট্রেট তৎপর রয়েছেন এবং নির্দেশনা প্রদান করছেন।
ময়মনসিংহ রেলওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) দীপক চন্দ্র পাল বলেন, ট্রেনের টিকেট কালোবাজারে বিক্রি করার অপরাধে শামীমকে তিন মাসের বিনাশ্রম জেল দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com