মাগুরায় পুলিশের বিরুদ্ধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশ: ১৬ জুলাই ২২ । ২২:৫২ | আপডেট: ১৬ জুলাই ২২ । ২২:৫২

মাগুরা ও শ্রীপুর প্রতিনিধি

মাগুরায় পুলিশের মার খেয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মৃত আব্দুস সালাম (৫৬) মাগুরার শ্রীপুর উপজেলার ৮ নম্বর নাকোল ইউনিয়নের রায়নগর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে। পেশায় কৃষক হলেও তিনি নগরীর ওয়াপদা বাসস্ট্যান্ডে টিকিট কাউন্টারে কাজ করতেন।

স্থানীয়রা জানান, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীপুর উপজেলার নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল অতর্কিত এসে ওয়াপদা মোড় বাসস্ট্যান্ডে আব্দুস সালামকে বুকে লাথি মারেন। এ সময় তিনি পড়ে আহত হন। এসআই জামাল ওই অবস্থায় তাঁকে মারধর করে নাকোল পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। 

অভিযোগ রয়েছে, সেখানেও তাঁকে মারধর করা হয়েছে। একপর্যায়ে সালাম নিস্তেজ হয়ে পড়লে তাঁকে পুলিশের গাড়িতে করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শী আলিয়ার রহমান বলেন, এসআই জামাল বহু লোকের সামনে সালামের বুকে লাথি মেরে ফেলে দেন। তাঁকে ফাঁড়িতে নিয়ে গিয়েও মারধর করা হয়। পরে চিকিৎসার কথা বলে তাঁকে পুলিশের গাড়িতে মাগুরা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। 

তিনি বলেন, তাঁরা গাড়ি আটকে দেখেন যে, আব্দুস সালাম মারা গেছেন। এ বিষয়ে বারবার চেষ্টা করা হলেও এসআই জামাল ফোন ধরেননি।

মাগুরার শ্রীপুর থানার ওসি প্রিটন সরকার বলেন, কিছুদিন আগে আব্দুস সালাম একটি ছেলেকে মারধর করেছিলেন। এ কারণে তাঁকে ধরতেই সেখানে গেছেন এসআই জামাল। তাঁর বুকে লাথি মারা হয়নি বলে জামাল তাঁকে জানিয়েছেন। 

ওসি বলেন, দৌড় দিতে গিয়ে আব্দুস সালামের মৃত্যু হয়েছে বলে জামাল দাবি করেছেন।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এহসান হাসান বলেন, ‘যখন হাসপাতালে আনা হয়, তার আগেই সালাম মারা গিয়েছিলেন। আমরা তাঁকে মৃত অবস্থায় পেয়েছি।’

এ ঘটনার জেরে এলাকাবাসী টায়ার জ্বালিয়ে ওয়াপদা সড়ক অবরোধ করেন। তাঁরা এসআই জামালের বিচার দাবি করেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com