
সড়ক দুর্ঘটনায় আহত জবি শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশ: ১৬ জুলাই ২২ । ২৩:৫৩ | আপডেট: ১৬ জুলাই ২২ । ২৩:৫৩
জবি প্রতিবেদক

আব্দুল্লাহ মামুন
সড়ক দুর্ঘটনায় আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আব্দুল্লাহ মামুন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহেশমারা ইউনিয়নে। গত ৯ জুলাই তার নিজ জেলা টাঙ্গাইলে বাইক দুর্ঘটনায় মস্তিষ্কে আঘাত পান এবং প্রাইমারি ব্রেন ড্যামেজ হয়। পরবর্তীতে তিনি ঢামেকে চিকিৎসাধীন ছিলেন।
তিন ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। অন্য দুই বোন বিবাহিত। পাঁচ বছর বয়সে বাবাকে হারান মামুন। ফলে তিনিই ছিলেন পরিবারের একমাত্র ভরসা।
এদিকে মামুনের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বিশ্ববিদ্যালয়ের বন্ধু মহলে। এ বিষয়ে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাজিনা সুলতানা বলেন, মামুনের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এটা মানতে পারছি না যে সে আর ক্লাসে আসবে না। আমর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছি সর্বক্ষণ।
শোক প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, মামুন খুব ভালো ছেলে ছিল। তার এই অকাল মৃত্যু মানা কষ্টকর।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com