পাঞ্জাবে উপ-নির্বাচনে এগিয়ে ইমরান খানের দল

প্রকাশ: ১৮ জুলাই ২২ । ০১:১৯ | আপডেট: ১৮ জুলাই ২২ । ০১:২৩

অনলাইন ডেস্ক

ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনার কাজ

পাকিস্তানের পাঞ্জাবে প্রাদেশিক পরিষদের উপ-নির্বাচনে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের ২০টি আসনের মধ্যে এখন পর্যন্ত ১৫টি আসনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১২টি আসনেই বড় ব্যবধানে জয় পেয়েছে ইমরান খানের দল।

রোববার রাতে পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে সরকারিভাবে এখন পর্যন্ত নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়নি।

বেসরকারি ফলাফলের বরাত দিয়ে ডনের প্রতিবেদনে বলা হয়, বাকি আসনগুলোর মধ্যে দুটিতে জয় পেয়েছে নওয়াজ শরীফের দল মুসলিম লিগ-এন (পিএমএল-এন)। এছাড়া একটিতে জয় পেয়েছেন একজন স্বতন্ত্র প্রার্থী।

এদিকে এই নির্বাচনে ইতোমধ্যেই নিজেদের পরাজয় স্বীকার করে নিয়েছে মুসলিম লিগ। দলটির নেতা মালিক আহমাদ খান পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে বলেন, আমি মন থেকে গ্রহণ করে নিলাম, এই নির্বাচনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com