
কর্নেল তাহেরের ৪৬তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
প্রকাশ: ২০ জুলাই ২২ । ২২:৫৮ | আপডেট: ২০ জুলাই ২২ । ২২:৫৮
সমকাল প্রতিবেদক

মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টর কমান্ডার ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) অন্যতম প্রতিষ্ঠাতা কর্নেল আবু তাহের বীরউত্তমের ৪৬তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার। দিনটিকে বিভিন্ন দল ও সংগঠন ‘তাহের দিবস’ হিসেবে পালন করবে।
জিয়াউর রহমানের সামরিক সরকার এক মামলার বিচারে ১৯৭৬ সালের ২১ জুলাই মহান এই দেশপ্রেমিককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে। তবে তাহেরের ফাঁসির পর থেকেই তার পরিবারসহ বিভিন্ন মহল থেকে এ বিচারকে ‘প্রহসনের বিচার’ এবং তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
জাসদসহ বিভিন্ন দল ও সংগঠন এ মামলার বিচারের রায় বাতিল, মামলার সব দলিলপত্র প্রকাশ এবং কর্নেল তাহেরের রাষ্ট্রীয় সম্মান পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিল। ২০১১ সালের মার্চ মাসে হাইকোর্টের এক রায়ে কর্নেল তাহেরের গোপন বিচারকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা এবং তাকে মরণোত্তর দেশপ্রেমিকের মর্যাদাদানের নির্দেশ দেওয়ায় এ দাবি সুপ্রতিষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
দিনটি উপলক্ষে জাসদসহ বিভিন্ন দল ও সংগঠন বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে— নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা প্রভৃতি।
জাসদের কর্মসূচিতে রয়েছে— ভোর ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন; সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং সকাল ১১টায় আলোচনা সভা। দলের জেলা ও উপজেলা কমিটিগুলো অনুরূপ কর্মসূচি পালন করবে।
জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে শহীদ কর্নেল তাহের বীরউত্তমের ৪৬তম হত্যাবার্ষিকী ‘তাহের দিবস’ যথাযথ মর্যাদায় পালনের জন্য দলের সব জেলা ও উপজেলা কমিটির প্রতি আহবান জানিয়েছেন। বাংলাদেশ জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও কর্নেল তাহের সংসদ অনুরূপ কর্মসূচি পালন করবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com