এবার দিল্লিতে মাঙ্কিপক্স শনাক্ত

প্রকাশ: ২৪ জুলাই ২২ । ২১:৫৮ | আপডেট: ২৪ জুলাই ২২ । ২১:৫৮

অনলাইন ডেস্ক

ছবি: এনডিটিভি

ভারতের দিল্লিতে ৩১ বছর বয়সী এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে দিল্লিতে প্রথমবার এই রোগ শনাক্ত হলো। যদিও শনাক্ত হওয়া ব্যক্তির বিদেশ সফরের কোনো ইতিহাস নেই। এই নিয়ে ভারতে মোট চার ব্যক্তির শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হলো। বাকি তিন জন কেরালার বাসিন্দা। 

দেশটির কর্মকর্তারা বলছেন, শনাক্ত হওয়া ব্যক্তি সম্প্রতি হিমাচল প্রদেশের মানালিতে একটি পার্টিতে অংশ নিয়েছিলেন। পশ্চিম দিল্লির বাসিন্দা এই ব্যক্তি গত তিন দিন আগে এই রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। শনিবার তার নমুনা ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলোজিতে পাঠানো হয়। খবর এনডিটিভির।

এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও দিল্লিতে একজনের দেহে মাঙ্কিপক্স শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বলেছেন, এই নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

এক টুইটে কেজরিওয়াল বলেন, দিল্লিতে প্রথম মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে। তার অবস্থা স্থিতিশীল এবং তিনি সেরে উঠছেন। আতঙ্কিত হওয়ার কিছু নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমরা লোক নায়ক জয় প্রকাশ (এলএনজিপি) হাসপাতালে আলাদা একটি আইসোলেশন ওয়ার্ড খুলেছি। আমাদের সবচেয়ে দক্ষ টিমটি দিল্লিবাসীর সুরক্ষায় এবং মাঙ্কিপক্স ছড়ানো রোধে কাজ করছে। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com