
নিচু হয়ে চলবে, আঘাতের বিপরীতে আঘাত করবে না, শাহরুখকে অমিতাভ
প্রকাশ: ০৩ আগস্ট ২২ । ১৯:০১ | আপডেট: ০৩ আগস্ট ২২ । ১৯:০৩
বিনোদন ডেস্ক

অমিতাভ বচ্চন ও শাহরুখ খান
বলিউড বাদশাহ শাহরুখের রাগের কথাও কারও অজানা নয়। তার এই রাগ যেনো জীবনে ক্ষতির কারণ হয়ে না উঠে সে বিষয়ে শাহরুখকে সাবধান করেছিলেন বলিউডের অভিভাবক অমিতাভ বচ্চন। তিনি বলেছিলেন, রাগ কমাও! নয়তো সকলে বলবে পয়সা তোমার মাথায় উঠে গেছে। একবিন্দুও দোষারোপ করতে ছাড়বে না কেউই।'
অমিতাভ বচ্চন যেনো বলিউডের অঘোষিত অভিভাবক। তাই তার কথা শুনেন সবাই,তাকে আদেশ-উপদেশ মাথা পেতে নেন অন্য তারকারাও। সুপারস্টার শাহরুখ খানও অমিতাভ বচ্চনের উপদেশ গ্রহণ করে তা মেনে চলছেন আজও।
শাহরুখ আদতে বেশ মজার মানুষ হলেও মাঝে মধ্যেই নিজেই খেই হারিয়ে ফেলেন। তাকে রেগে যেতেও দেখা দিয়েছে অনেকবার। শাহরুখ খানের এই বিষয়টি নিয়েই উপদেশ দিয়েছিলেন অমিতাভ। বলেছিলেন, একজন সুপারস্টারের জীবনে সবকিছু ভুল হয়। তাই যখনই এরকম কিছু হবে শুধু হাত জোড় করে ক্ষমা চেয়ে নিও”। কিন্তু এই আইডিয়া একেবারেই মানতে নারাজ শাহরুখ।
তবে শাহরুখ যে তার এই উপদেশের বিপরীতে প্রশ্ন করেননি তা কিন্তু নয়। শাহরুখ জানতে চেয়েছিলেন ‘যদি আমার দোষ না থাকে। তাও কি ক্ষমা চাইবো?।'
অমিতাভ বলেছিলেন, আমি তো তোমাকে বলছি! সবসময় ক্ষমা চেয়ে নেবে। শুধু তাই নয়, মাথা নিচু করে কথা বলার মত পরামর্শও তিনি দেন। অমিতাভ শাহরুখকে বলেছিলেন, কেউ যদি তোমায় ঘুষি মারে, ভুলেও তাকে ঘুরিয়ে মারবে না। তাহলে সবাই তোমার সমালোচনাই করবে। বেশিরভাগই বলবে তুমি মদ্যপ অবস্থায় ছিলে। সূত্র: এক্সপ্রেস।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com