স্বর্ণের দাম আরও বাড়ল

প্রকাশ: ০৩ আগস্ট ২২ । ২০:১৪ | আপডেট: ০১ মে ২৩ । ২০:৫৬

সমকাল প্রতিবেদক

ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম আরও বেড়েছে।

বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ দাম বৃদ্ধির কথা জানায়। বৃহস্পতিবার (৪ আগস্ট) থেকে দেশে নতুন দাম অনুযায়ী স্বর্ণ কেনাবেচা হবে।

২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ বেড়েছে ১ হাজার ৪৯ টাকা। ফলে প্রতি ভরি ভালো মানের স্বর্ণের দাম দাঁড়াবে ৮২ হাজার ৩৪৭ টাকায়। এতদিন এ মানের স্বর্ণ বিক্রি হয়েছে ৮১ হাজার ২৯৮ টাকায়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে দাম বাড়ার পরিপ্রেক্ষিতেই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৮২ হাজার ৩৪৭ টাকা। ২১ ক্যারেটের দাম ৭৮ হাজার ৬১৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ৬৭ হাজার ৪১৭ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৫৫ হাজার ৬৯৫ টাকা।

রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com