কলকাতা জাদুঘরের সামনে গুলি, ১ জওয়ান নিহত

প্রকাশ: ০৬ আগস্ট ২২ । ২২:৪০ | আপডেট: ০৭ আগস্ট ২২ । ০১:১৫

কলকাতা প্রতিনিধি

ছবি: আনন্দবাজার

কলকাতার পার্কস্ট্রিটে ভারতীয় জাতীয় যাদুঘরে কর্তব্যরত সিআইএসএফের এক জওয়ান সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন। এতে এক জওয়ান নিহত এবং আরও দুই জওয়ান আহত হয়েছেন। একে-৪৭ থেকে অন্তত ১৫ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। 

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই গুলির ঘটনা ঘটে।  প্রায় ৪০ মিনিট ধরে চলে তার গুলিবর্ষণ। পরে রাত ৮টার দিকে গুলিবর্ষণকারী ওই জওয়ানকে আটক করতে সক্ষম হয় কলকাতা পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো বাহিনী।

নিহত সিআইএসএফ জওয়ানের নাম রঞ্জিত সারেঙ্গী। তিনি (এএসআই) হেড কনস্টেবল পদমর্যাদায় কর্তব্যরত ছিলেন। আর গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন আছেন সিআইএসএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদমর্যাদার সুবীর ঘোষ। আটক সিআইএসএফ জওয়ানের নাম অক্ষয় মিশ্র।  তিনিও এএসআই পদমর্যাদার কর্মকর্তা। 

এদিকে ঘটনার পরপরই গুলিবর্ষণকারী জওয়ানকে আটক করতে নামানো হয়েছিল বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো বাহিনী। কমান্ডো বাহিনী তৎপরতায় নেমে প্রায় দেড় ঘণ্টা প্রচেষ্টায় নিরস্ত্র করে তাকে আটক করে। রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে কমান্ডো বাহিনীর অভিযান তদারকি করেন। 

কলকাতা পুলিশ জানিয়েছে, কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল  অপারেশনাল কমান্ডো বাহিনীর নেতৃত্ব দেন। গুলির ঘটনার সময় ব্যারাকে শতাধিক সিআইএসএফের জওয়ান ছিলেন। পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিধায়কের বাসভবন থেকে ঘটনাস্থল ঢিল ছোড়া দূরত্বে। ঘন জনবসতিপূর্ণ পার্ক স্ট্রিটে গুলির এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

কলকাতা পুলিশের ধারণা, বাবা মারা যাওয়ার কারণে ছুটির আবেদন করেছিলেন অক্ষয়। কিন্তু হঠাৎ তার ছুটি বাতিল করে দেন দায়িত্বে থাকা হেড কনস্টেবল। ছুটি বাতিলকে কেন্দ্র করে আক্রোশের জেরেই এই ঘটনা ঘটে। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com