
মুখ খুললেন জ্যাকুলিন
প্রকাশ: ০৯ আগস্ট ২২ । ০০:০০ | আপডেট: ০৯ আগস্ট ২২ । ১৩:১০ | প্রিন্ট সংস্করণ
আনন্দ প্রতিদিন ডেস্ক

একদিকে আইনি জটিলতা, অন্যদিকে সংবাদমাধ্যমগুলোর নেতিবাচক খবর পরিবেশন আর নেটিজেনদের বিরূপ মন্তব্যে নাজেহাল অবস্থা জ্যাকুলিন ফার্নান্দেজের। এ নিয়ে পুরোপুরি বিধ্বস্ত এই বলিউড অভিনেত্রী। কয়েক দিন আগে এ কথা অকপটে স্বীকার করেছেন তিনি।
এও বলেছেন, 'ভারতের গণমাধ্যম রসালো করে এই খবর তুলে ধরছে- ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের মামলায় মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকুলিনের সম্পর্ক আছে। তার জেরে একাধিকবার ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জেরার মুখে পড়তে হয়েছে। বিদেশ সফরেও বাধা দেওয়া হয়েছে বেশ কয়েকবার। এতে আমার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।'
সম্প্রতি ভারতের একটি সংবাদমাধ্যমে নেতিবাচক মন্তব্য নিয়ে মুখ খুলেছেন জ্যাকুলিন। কিছু প্রশ্ন সবার সামনে রেখে বলেছেন, 'মানুষ হিসেবে আমি চাই সবাই আমাকে পছন্দ করুক। এই চাওয়া খুব স্বাভাবিক একটা ব্যাপার। কেউ যদি আপনাকে পছন্দ না করে, তাহলে আপনার অস্বস্তি শুরু হবে। তবে বিদ্বেষ থাকলে সেটা জেনেবুঝে থাকা ভালো। আমি কী দোষ করেছি, কেউ জানেন? তারকাদের পান থেকে চুন খসলে দোষ হাজার গুণ বেড়ে যায়। আমার প্রতি এত কঠোর হওয়ার কারণ জানতে চাই!' এমন প্রশ্ন সবার উদ্দেশে ছুড়ে দেওয়ার পাশাপাশি জ্যাকুলিন এই অনুরোধও করেছেন, সত্য প্রকাশ না পাওয়া পর্যন্ত সবাই যেন তাঁর বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকে। এখনও মানুষের প্রতি তিনি আস্থা হারাননি। তাই সব সময় ইতিবাচক থাকার চেষ্টা করে যাচ্ছেন। গত ২৮ জুলাই মুক্তি পেয়েছে জ্যাকুলিন ফার্নান্দেজের নতুন ছবি 'বিক্রান্ত রোনা'। এতে তাঁকে দেখা গেছে দক্ষিণ ভারতীয় ছবির আলোচিত অভিনেতা কিচ্চা সুদীপের সঙ্গে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com