মাদক মামলায় একজনের মৃত্যুদণ্ড

প্রকাশ: ১০ আগস্ট ২২ । ১৪:৩২ | আপডেট: ১০ আগস্ট ২২ । ১৪:৩২

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালতের বিচারক। সেই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।

বুধবার দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ গোলাম সারোয়ার এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল।  

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাজমুল হোসাইন (২৬)। তিনি নওগাঁর বদলগাছী উপজেলার চাঁপাডাল গ্রামের ইউসুফ আলী মন্ডলের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৯ জানুয়ারি আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদ এলাকায় মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে  বেলা সাড়ে ১২টার দিকে অভিযান চালায় র‌্যাব ৫ এর সদস্যরা। এ সময় ৫৪ দশমিক ৪৫ গ্রাম হেরোইনসহ নাজমুল হোসাইনকে গ্রেপ্তার করা হয়। যার মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা। এ ঘটনায় আক্কেলপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হলে পরে আদালতে মিথ্যা তথ্য দিয়ে তিনি জামিন নিয়ে পালিয়ে ছিলেন। এরপর চলতি বছরের ২৪ জুলাই তাকে জামালগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরের দিন নাজমুলকে আদালতে পাঠানো হয়। ১৬ দিনের মাথায় আদালতের বিচার বুধবার দুপুরে এ রায় দেন।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com