পটিয়ায় পিকআপ উল্টে হেলপার নিহত

প্রকাশ: ১৬ আগস্ট ২২ । ২২:৪৭ | আপডেট: ১৬ আগস্ট ২২ । ২২:৪৭

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া উপজেলার মনসা চৌমহনী এলাকায় একটি পিকআপ উল্টে হেলপার নিহত হয়েছেন। তার নাম মো. হৃদয় (১৪)। সে উপজেলার বাঁশখালী উপজেলার মনকির চর গ্রামের মো. মোহছেনের ছেলে। 

আজ মঙ্গলবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, পিকআপের হেলপার মো. হৃদয় চট্টগ্রাম থেকে মুদির দোকানের পণ্য নিয়ে সাতকানিয়া এলাকায় যাচ্ছিল। পণ্যবাহী পিকআপটি মনসা চৌমহুনি এলাকায় পৌঁছালে এক পর্যায়ে গাড়ি খাদে পড়ে উল্টে হেলপার চাপা পড়ে। 

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আনিসুর রহমান জানিয়েছেন, পণ্যবাহী একটি পিকআপ খাদে পড়ে গেলে গাড়ির হেলপার চাপা পড়ে মারা যায়।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com