
যে অজুহাতে ইউরোপে ফের গ্যাস সরবরাহ বন্ধ করতে যাচ্ছে গ্যাজপ্রম
প্রকাশ: ২০ আগস্ট ২২ । ১৩:১৭ | আপডেট: ২০ আগস্ট ২২ । ১৩:২৯
অনলাইন ডেস্ক

ছবি: এপি
রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান গ্যাজপ্রম জানিয়েছে, রাশিয়া থেকে ইউরোপে প্রাকৃতিক গ্যাস সরবরাহের অন্যতম পাইপলাইন নর্ড স্ট্রিম-১ চলতি মাসের শেষের দিকে ‘নিয়মিত রক্ষণাবেক্ষণের’ জন্য তিন দিন বন্ধ থাকবে।
শুক্রবার অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে গ্যাজপ্রম জানায়, রক্ষণাবেক্ষণের জন্য নর্ড স্ট্রিম-১ এর একমাত্র টারবাইন ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। খবর আলজাজিরা ও তাসের।
এ পাইপলাইনের মাধ্যমে বাল্টিক সাগর হয়ে রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহ করা হয়। অনির্ধারিত এ রক্ষণাবেক্ষণের জন্য মস্কো ও ব্রাসেলসের মধ্যে স্থবিরতা আরও বাড়াতে পারে।
কোম্পানিটি বিবৃতিতে জানায়, বর্তমান চুক্তি অনুযায়ী এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম সিমেন্সের বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে করা হবে।
নর্ড স্ট্রিম-১ হয়ে গ্যাস সরবরাহের প্রবাহ নিয়ে বিতর্ক রয়েছে। এক মাস আগেও রক্ষণাবেক্ষণের জন্য এ পাইপলাইন বন্ধ করা হয়েছিল। রক্ষণাবেক্ষণের পর পাইপলাইন দিয়ে গ্যাসজপ্রম সক্ষমতার মাত্র এক পঞ্চমাংশ গ্যাস সরবরাহ করছে।
এ প্রবাহ কমার জন্য রাশিয়া কারিগরি ত্রুটির কথা বলছে। কিন্তু জার্মানির অভিযোগ, ইউক্রেন যুদ্ধের মধ্যে অনিশ্চয়তা তৈরি ও দাম বৃদ্ধির জন্য এটি রাজনৈতিক পদক্ষেপ।
রাশিয়া গ্যাস সরবরাহের প্রবাহ কমিয়ে দেওয়ায় জার্মানির রুশ গ্যাসের বৃহত্তম আমদানিকারক প্রতিষ্ঠান ইউনিপের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে সংস্থাটিকে গত মাসে ১৫ বিলিয়ন ইউরো সহায়তা দিয়েছে সরকার।
রক্ষণাবেক্ষণের নামে ফের পাইপলাইন বন্ধের ঘোষণার কারণে রাশিয়া সম্পূর্ণভাবে গ্যাস সরবরাহ বন্ধ করতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে।
তবে গ্যাজপ্রম বলছে, কাজ শেষ হলেই নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন ৩৩ মিলিয়ন কিউবিক মিটার গ্যাস সরবরাহ করা হবে। যা স্বাভাবিকের তুলনায় এক পঞ্চমাংশ।
নর্ড স্ট্রিম-১ এর মাধ্যমে ২৭ জুলাই থেকে সক্ষমতার মাত্র ২০ শতাংশ গ্যাস ইউরোপে সরবরাহ করছে রাশিয়া। কারণ এ পাইপলাইনের দুটি টারবাইন বন্ধ রয়েছে। একটি রক্ষণাবেক্ষণের জন্য পাঠানো হয়েছিল কানাডায়। নিষেধাজ্ঞার কারণে সেটি আটকে আছে সেখানে। বার্লিনের অব্যাহত অনুরোধের পরিপ্রেক্ষিতে তারা এ টারবাইন ফেরত দেওয়ার বিষয়ে রাজি হয়েছে। আর ২৫ জুলাই অপর একটি টারবাইন বন্ধের কথা জানায় গ্যাজপ্রম। এর পর থেকে মাত্র একটি টারবাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ চলছে। এখন সেটিও রক্ষণাবেক্ষণের অজুহাতে তিন দিনের জন্য বন্ধ করতে যাচ্ছে রুশ কোম্পানিটি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com