
করোনা: মৃত্যুহীন টানা তিনদিন
প্রকাশ: ৩০ আগস্ট ২২ । ১৯:১৪ | আপডেট: ৩০ আগস্ট ২২ । ১৯:১৫
সমকাল প্রতিবেদক

সংগৃহীত পুরোনো ছবি।
দেশে করোনাভাইরাসের আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যুর তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে টানা তিন মৃত্যুহীন দিন পার করল বাংলাদেশ। সব শেষ শনিবার ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২১৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৪ দশমিক ০৮ শতাংশে দাঁড়িয়েছে। আগেরদিন এই হার ছিল ৪ দশমিক ৭৫ শতাংশ।
নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১১ হাজার ৭৩২ জন হয়েছে। গত একদিনে কারও মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৩২৩ জন রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৬২ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৬ হাজার ২০১ জন। ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১৩৬ জন ঢাকা বিভাগের, ময়মনসিংহের ৩ জন, ৬ জন চট্টগ্রাম বিভাগের, ১১ জন রাজশাহী বিভাগের, ১ জন রংপুর বিভাগের, ২ জন বরিশাল বিভাগের, ১০ জন সিলেট বিভাগের।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com