
কালীগঞ্জে এক শাড়িতে ঝুলন্ত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২২ । ১২:৫৯ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২২ । ১২:৫৯
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

কালীগঞ্জ পৌর এলাকায় এক শাড়িতে ঝুলন্ত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করে কালীগঞ্জ থানা পুলিশ। পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারেন বলে পুলিশের ধারণা।
নিহত স্বামী-স্ত্রী হলেন কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার ঈমান আলী (৩৬) ও তার স্ত্রী মিনজু আক্তার (১৯)। ইমান আলী ওই এলাকার মানিক মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈমান আলী ও তার স্ত্রী মিনজু বুধবার রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েন। আজ সকালে তারা ঘুম থেকে না উঠায় বাড়ির লোকজন ঘরের কাছে এগিয়ে গিয়ে তাদের আড়ায় (ধরনা) ঝুলে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল হক বলেন, সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ফাঁস দিয়ে তারা আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com