ধামরাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা, ধাক্কাধাক্কি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২২ । ১৩:১৭ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২২ । ১৩:১৮

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও  পুলিশের গুলিতে নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদে শনিবার বিক্ষোভ মিছিল করে ঢাকার ধামরাই উপজেলা বিএনপির নেতাকর্মীরা। এসময় পুলিশ তাদের বাধা দেয়। বাধা উপেক্ষা করে মিছিল শুরু করলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে পুলিশ ধাওয়া দিয়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।

পরে তারা ধামরাই সীমা সিনেমা হলের দক্ষিণ পাশে সমাবেশ করেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, সিনিয়র সহসভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামসহ আরও অনেকে।

ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও পুলিশের গুলিতে নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ মিছিল বের করি। এসময় পুলিশ আমাদের মিছিলে বাধা দিয়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য মিছিল পণ্ড করে দেওয়া হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com