
প্রবাসীদের মিলনমেলা: শিকাগোতে ৩দিন ব্যাপী 'ফোবানা সম্মেলন' শুরু
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২২ । ১৩:৪১ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২২ । ১৩:৪৬
যুক্তরাষ্ট্র প্রতিনিধি

উত্তর আমেরিকার প্রবাসী বাঙালিদের মিলনমেলাখ্যাত ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোশিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলন শুক্রবার (২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। এবারে শিকাগো শহরের প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ৩৬তম ফোবানা সম্মেলন। স্বাগতিক সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব শিকাগোল্যান্ড’। আনন্দ উৎসবে যোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রবাসীরা।
এই সম্মেলন উত্তর আমেরিকার বাঙালিদের মহামিলনোৎসব হিসেবে স্বীকৃত। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার সবচেয়ে বড় আয়োজন হলো এটি।
ফোবানা সংশ্লিষ্টরা জানান, উত্তর আমেরিকার ৬০টিরও বেশি বাংলাদেশি-আমেরিকান সংগঠন এই সম্মেলনে অংশ নিতে রেজিস্ট্রেশন করেছে। এবারের সম্মেলনে অন্যান্য আয়োজনের পাশাপাশি রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, নতুন প্রজন্মের অংশগ্রহণে চমৎকার পরিবেশনা, উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি ব্যাবসায়ী এবং উদ্যোক্তাদের অংশগ্রহণে 'বিজনেস নেটওয়ার্ক লাঞ্চ, সেমিনার: নারীর ক্ষমতায়ন, যুব নেতৃত্ব গঠন, অভিবাসন সংক্রান্ত আইন নিয়ে আলোচনা, বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা, জনপ্রিয় স্থানীয় শিল্পীদের পরিবেশনা, চলচ্চিত্র পরিবেশনা, প্রবাসী বাঙালি সমাজে অবদান রক্ষাকারী বিভিন্ন ব্যক্তিত্ব ও সংগঠনকে সম্মাননা পুরস্কার প্রদানসহ আকর্ষণীয় আয়োজন।
আয়োজকরা আরও জানান, এই প্রথমবারের মতো ফোবানার ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে আরেকটি মহতী প্রয়াস। ফোবানা ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে একটি ছাত্র বৃত্তি চুক্তি (Scholarship MOU) স্বাক্ষর করেছে ওই বিশ্ববিদ্যলয়ের ছাত্রদের বৃত্তি প্রদানের জন্য। বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য থাকছেন সম্মেলনে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com