
জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২২ । ১৫:২৪ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২২ । ১৫:২৪
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

ইমন আহমদ ছবি : সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পানিতে ডুবে ইমন আহমদ (২৫) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে পর্যটনকেন্দ্র জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ইমন আহমদ সিলেটের সুবিদবাজারের হাজিপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম স্বপন মিয়া।
জানা যায়, শুক্রবার সকালে ইমনসহ তার ১২জন বন্ধুবান্ধব সিলেট থেকে জাফলংয়ে বেড়াতে আসে। নদীতে সাঁতার কাটতে গিয়ে তিনি পানিতে ডুবে যান। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইমনের ভাই সুমন আহমদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ ইমনের পরিবারের বরাত দিয়ে জানান, ইমনসহ ১২ জন যুবক ঘুরতে আসেন। তারা জাফলং জিরো পয়েন্টে নদীতে সাঁতার কাটতে গেলে ইমন তলিয়ে যান।অনেক খোঁজাখুঁজির পর বিকেলের দিকে নৌকার মাঝি জামরুদের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। পরে প্রথমে তাকে পার্শ্ববর্তী জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে সেখান থেকে অন্য একটি হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে ইমনের ভাই সুমন আহমেদের মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com