ছাত্রলীগ কর্মীর রক্তে বেঁচে ওঠা মা শিশুকন্যার নাম রাখলেন ‘হাসিনা’

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২২ । ১৮:০৪ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২২ । ১৮:০৪

অনলাইন ডেস্ক

জীবন-মৃত্যুর লড়াই থেকে ছাত্রলীগ কর্মীর রক্তে বেঁচে ওঠা প্রসূতি মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামের সঙ্গে মিলিয়ে তার নবজাতক কন্যার নাম রেখেছেন ‘হাসিনা’। 

বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা অসুস্থ এক প্রসূতি মা রক্তের অভাবে মৃত্যুর মুখোমুখি হন। কিন্তু কোনোভাবে রক্তের ব্যবস্থা করতে পারছিল না তার পরিবার। রাত ৩টায় চিকিৎসক জানান, রক্ত ছাড়া প্রসূতিকে বাঁচানো সম্ভব নয়। 

এমন সময় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা দরিদ্র রোগীর পরিবার ছাত্রলীগের ভার্চুয়াল ব্লাড ব্যাংকের কথা জানতে পেরে ব্লাড ব্যাংককর্মীদের সাথে যোগাযোগ করে। ওই রক্তের গ্রুপ কার আছে তা জানতে রাত জেগে ছাত্রলীগ কর্মীরা বিভিন্ন ক্যাম্পাসে যোগাযোগ করে। শেষ পর্যন্ত আশার আলো দেখতে পান ব্লাড ব্যাংকের কর্মী। কবি নজরুল কলেজের এক ছাত্রলীগের কর্মীকে খুঁজে পায় তারা। 

ওই রাতেই হাসপাতালে ছুটে এসে ছাত্রলীগের সেই কর্মী ওই প্রসূতিকে রক্ত দেন। রক্ত দেয়ার পর ভোর রাতে বেঁচে ওঠেন সেই মা। তার কোল আলো করে জন্ম নেয় ফুটফুটে এক কন্যাশিশু। তখনই নবজাতকের বাবা-মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কন্যার নাম রাখেন ‘হাসিনা’। 

তারা বলেন, ছাত্রলীগের কর্মী রক্ত না দিলে আমাদের মেয়েকে পৃথিবীর মুখ দেখাতে পারতাম কি না তা বলতে পারব না। তাই ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী ও অভিভাবক শেখ হাসিনার নামে আমাদের মেয়ের নাম রেখেছি হাসিনা।

ওই নবজাতকের বাবা জানান, আমাদের মেয়ে বড় হয়ে শেখ হাসিনার আদর্শে উজ্জীবিত হয়ে মানুষের কল্যাণে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা। ঢামেক হাসপাতালে ভর্তি মা ও শিশু দু'জনই ভালো আছেন।

সংবাদ বিজ্ঞপ্তি

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com