
ফরিদপুর চেম্বারের সাবেক প্রেসিডেন্ট শাহজাহান মোল্লার মৃত্যু
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২২ । ২২:১৩ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২২ । ২২:১৩
ফরিদপুর অফিস

মো. শাহজাহান মোল্লা
ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট মো. শাহজাহান মোল্লা (৭২) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়ে সহ আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম ছিলেন। তার বাড়ি ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকায়।
ফরিদপুর চেম্বার অব কর্মাসের পরিচালক মো. ছিদ্দিকুর রহমান জানান, শুক্রবার তিনি জুম্মার নামায আদায় করতে বিশ্ব জাকের মঞ্জিলে গিয়েছিলেন। বিকেলে অসুস্থ বোধ করলে প্রথমে তাকে জাকের মঞ্জিলের হাসপাতালে নেওয়া হয়। পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসাপতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ছিদ্দিকুর রহমান আরও জানান, শনিবার বাদ যোহর তার নামাযের জানাযা শেষে শহরের আলীপুর কবরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, জাকের মঞ্জিল কর্মী গ্রুপ, ফরিদপুর চেম্বার, প্রেসক্লাব, প্রয়াস, জেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com