ভূমি সেবায় ভূমি ও আইন মন্ত্রণালয়ের কাজে সমন্বয় হচ্ছে

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২২ । ২৩:২৪ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২২ । ২৩:২৪

সমকাল প্রতিবেদক

ফাইল ছবি

ভূমিতে ডিজিটাল নাগরিক সেবা নিশ্চিত করতে ভূমি ও আইন মন্ত্রণালয়ের কাজে সমন্বয় করা হচ্ছে। এ লক্ষে ভূমি মন্ত্রণালয়ের ভূমি ম্যানেজমেন্ট, সেটেলমেন্ট এবং আইন মন্ত্রণালয় কর্তৃক ভূমির রেজিস্ট্রেশন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সিনক্রোনাইজ (সমন্বয়) করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয় সূত্র জানায়, অনলাইনে মন্ত্রণালয় দুটির কাজ সমন্বয় করা হলে ভূমি সংক্রান্ত কাজে ধারাবাহিকতা বজায় থাকবে। সেবাগ্রহিতাদের এই অফিস থেকে সেই অফিসে দৌঁড়াতে হবে না। এসব ক্ষেত্রে দুর্নীতি, হযরানি, ভোগান্তি দূর হবে।

সূত্র জানায়, ভূমি নিয়ন্ত্রণ কাঠামো, পরিচালনা প্রক্রিয়া ও ভূমি প্রশাসন মূলত তিনটি ভাগে বিভক্ত। এগুলো হলো, ভূমি ম্যানেজমেন্ট (ব্যবস্থাপনা), সেটেলমেন্ট (বন্দোবস্তু) ও ভূমি রেজিস্ট্রেশন (নিবন্ধন)। ভূমি সেবায় এই তিনটি কাজ দু'টি মন্ত্রণালয়ের অধীনে হওয়ায় পুরো কাজ সম্পন্ন করতে সেবা গ্রহিতাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে।

ভূমি সেবায় দুটি মন্ত্রণালয়ের কাজে সমন্বয় হলে দেশের নাগরিকরা রেকর্ড হালনাগাদ তথা নামজারি, রক্ষণাবেক্ষণ, ভূমি রাজস্ব আদায়, জরিপ পরিচালনা, জরিপ পরবর্তী স্বত্বলিপি বা রেকর্ড ও মৌজা ম্যাপ প্রণয়ন, সংরক্ষণ ও সরবরাহকরণ, দলিলের নিবন্ধন ও সংরক্ষণের কাজ সহজ হবে।

ভূমি মন্ত্রণালয় ইতিমধ্যে কিছু মৌজায় ভূমিসেবা সহজিকরণ ও এর মান বৃদ্ধির লক্ষ্যে পাইলট আকারে ই-রেজিস্ট্রেশন ও ই-মিউটেশন ব্যবস্থার মধ্যে সংযোগ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে সাব-রেজিস্ট্রার রেজিস্ট্রেশনের আগে ডিজিটাল রেকর্ডরুম সিস্টেম থেকে জমির রেকর্ড অনলাইনে যাচাই করতে পারবেন। 

একইভাবে রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে ডিজিটাল পদ্ধতিতে অ্যাসিল্যান্ড রেজিস্ট্রেশন দলিল ও বিক্রিত জমির তথ্য ই-মিউটেশন সিস্টেমের মাধ্যমে পেয়ে যাবেন। যার ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে নামপত্তন কার্যক্রম শুরু করা যাবে। এভাবে দেশব্যাপী ই-রেজিস্ট্রেশনের সঙ্গে ই-মিউটেশনের সংযোগ স্থাপিত হলে সেবাগ্রহিতার ভোগান্তি কমবে। একই সঙ্গে সংশ্লিষ্ট রেকর্ড স্বয়ংক্রিয় পদ্ধতিতে হালনাগাদ হতে থাকবে। এর ফলে মামলা, ও জাল-জালিয়াতির সুযোগ কমে আসবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com