কাঁদলেন অরুণা, বললেন 'তিনি ছিলেন মহামানব'

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২২ । ১৬:৫১ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২২ । ১৬:৫৭

বিনোদন প্রতিবেদক

অরুণা বিশ্বাস

‘গাজী ভাইয়ের মতো মানুষের কর্মজীবন নিয়ে একদিনে বলে শেষ করা যাবে না। ওনার মতো মানুষরা মহামানব। আমাদের জন্য আশীর্বাদ।’ কিংবদন্তি গীতিকার, সুরকার এবং চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের মরদেহে শ্রদ্ধা জানাতে এসে এভাবেই তাকে নিয়ে বলছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। 

সোমবার গাজী মাজহারুল ইসলামের প্রিয় কর্মস্থল এফডিসিতে তার মরদেহ আনা হয় জানাজা ও সহকর্মী ও শুভাকাঙ্খীদের শ্রদ্ধা জানানোর জন্য। সেই সহকর্মীদের মিছিলে শামিল হোন অরুণা বিশ্বাস। কান্নাভেজা চোখে প্রযোজক সমিতির সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি।  আর তাকিয়ে দেখছিলেন গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ বহনকারী গাড়ির দিকে। 

এ সময় শ্রদ্ধা জানানো শুরু হলো এগিয়ে যান অরুণা বিশ্বাস। প্রিয় মানুষটিকে ফুল দিয়ে জানিয়ে আসেন শেষ শ্রদ্ধা। 

পরে ক্যামেরার সামনে এসে বলেন, ‘আমি সৌভাগ্যবান। সম্ভবত আমার সিনেমার জন্যই তিনি সর্বশেষ গান লিখেছেন। আমি তার বাসায় গেলাম কিছুদিন আগে। মেয়ের মতো আদর করে বসালেন। অনেক কথা বললেন।'

কথাগুলো বলেই চোখ মুছতে মুছতে চলে যান অরুণ।  ততক্ষণে জানাজার ডাক পড়ে। সবাই লাইনে দাঁড়াতে উদ্যত হয়।

শেষ শ্রদ্ধা ও জানাজায় আসেন অনেক তারকা শিল্পী, পরিচালক, প্রযোজক। ফুল দিয়ে শ্রদ্ধা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গাজী মাজহারুল আনোয়ার। তার বয়স হয়েছিল ৭৯ বছর।


   

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com