
বড় জয়ে ইউরোপের আসর শুরু ডর্টমুন্ডের
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২২ । ০০:৫২ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২২ । ০০:৫৮
স্পোর্টস ডেস্ক

ছবি: টুইটার
শক্তি খয়ে গেছে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডের। গোল মেশিন আর্লিং হ্যালন্ড চলে গেছেন ম্যানচেস্টার সিটিতে। বড় ওই তারকাকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কোপেনহেগেনের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ডর্টমুন্ড।
মঙ্গলবার রাতে ঘরের মাঠ সিগনাল ইডুনা পার্কে ম্যাচের ৩৫ মিনিটে প্রথম লিড নেয় বরুশিয়া ডর্টমুন্ড। দলের হয়ে গোল করেন হ্যালন্ডের ছায়া এবং ইনজুরিতে থাকা মার্কো রিউস। তাকে দিয়ে গোল করান জেমস ব্রেন্ডিট।
প্রথমার্ধের ৪২ মিনিটে লিড ২-০ করে ডর্টমুন্ড। ডেনিস ক্লাব কোপেনহেগেনের জালে বল জড়িয়ে দেন রাফায়েল গুরুইরে। তার গোলের কারিগর যুক্তরাষ্ট্রের ফুটবলার জিওভান্নি রেইনা।
ওই দুই গোলের জয়ে সন্তুষ্ট থেকে মাঠ ছাড়তে হচ্ছিল ডর্টমুন্ডের। কিন্তু ৮৩ মিনিটে জয়টা বড় করে নেন ১৯ বছর বয়সী ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডার জুডে বেলিংহাম। এবারের গোলেও সহায়তা দেন জিওভান্নি রেইনা।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com