'হাউস অব দ্য ড্রাগন-২'-এ এলিজাবেথ

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২২ । ০০:০০ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২২ । ১২:৪৫ | প্রিন্ট সংস্করণ

আনন্দ প্রতিদিন ডেস্ক

'হাউস অব দ্য ড্রাগন-২' সিরিজে এবার দেখা মিলবে এলিজাবেথ ওলসেনের। এরই মধ্যে তিনি 'ওয়ান্ডা ভিশন' সিরিজে অভিনয় করে অনেকের নজর কেড়েছেন, যে কারণে 'হাউস অব দ্য ড্রাগন-২' সিরিজের জন্য নির্মাতাদের পছন্দের তালিকায় রয়েছেন এলিজাবেথ।

সিরিজে তাঁকে তরুণ বয়সের মেলিসান্দ্রের চরিত্রে দেখা যাবে বলে মার্কিন সংবাদমাধ্যম থেকে জানা গেছে। আরও জানা গেছে, এলিজাবেথের পাশাপাশি এই সিরিজে থাকছেন 'সুপারম্যান' ছবির তারকা হেনরি কেভিল। তাঁকে দেখা যাবে এগন টারগারিয়ানের চরিত্রে।

প্রসঙ্গত, 'গেম অব থ্রোনস' সিরিজটি বিপুল দর্শক-সাড়া পাওয়ায় এর প্রিকুয়াল হিসেবে নির্মাণ করা হয় 'হাউস অব দ্য ড্রাগন'। যেখানে তুলে ধরা হয়েছে টারগারিয়ান বংশের অতীত কাহিনি। সেই কাহিনির বিস্তার ঘটছে সিরিজের নতুন কিস্তিতে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com