
টাঙ্গাইলে বালু তোলা বন্ধের দাবি ভাঙনকবলিত গ্রামবাসীর
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২২ । ১২:৫৪ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২২ । ১২:৫৪
টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইলে ঝিনাই নদীতে বালু তোলা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন ভাঙনকবলিত গ্রামের মানুষ। মঙ্গলবার ‘গ্রাম বাঁচাও, মানুষ বাঁচাও সংগ্রাম পরিষদ’র ব্যানারে উপজেলার নথখোলায় মানববন্ধনে কয়েক শ মানুষ অংশগ্রহণ নেন।
মানববন্ধনে বক্তারা জানান, যমুনার শাখা নদী ঝিনাইপাড়ের গ্রামগুলোয় কয়েক হাজার বসতঘর, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভসহ নানা স্থাপনা রয়েছে।
বক্তারা আরও জানান, ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন ও এক্সকেভেটর দিয়ে নদী পাড়ের মাটি কাটার কারণে বিপুল পরিমাণ ফসলি জমি, বাড়িঘর, স্কুলসহ অন্য স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
এদিকে কাশিল ও দাপনাজর এলাকার ২টি সেতু নদীগর্ভে বিলীন হয়েছে। এবার শুষ্ক মৌসুম শুরুর আগেই প্রভাবশালীরা ভাঙন কবলিত এলাকায় নদী থেকে বালু তোলার জন্য ড্রেজার বসানোর প্রস্ততি নিচ্ছে বলেও জানান তারা।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com