
পাঁচ বিষয়ে ট্রেডমার্ক সনদ পেল পিকেএসএফ
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২২ । ১৪:২৯ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২২ । ১৪:২৯
অনলাইন ডেস্ক

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) নাম ও মনোগ্রাম সঠিকভাবে ব্যবহার নিশ্চিতের লক্ষ্যে পাঁচটি বিষয়ে ট্রেড মার্কস সনদ লাভ করেছে পিকেএসএফ। বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর হতে এ সনদ পেয়েছে পিকেএসএফ।
এই পাঁচ বিষয়ে ট্রেড মার্কস সনদ পেয়েছে পিকেএসএফ
এর পরিপ্রেক্ষিতে, পিকেএসএফ- এর সঠিক নাম ও মনোগ্রাম গাঢ় সবুজ রঙে ব্যবহার করতে হবে। এছাড়া যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পিকেএসএফ-এর নাম ও মনোগ্রাম-এর অপব্যবহার করে বা পিকেএসএফ-এর নাম ও মনোগ্রাম ব্যবহার করে প্রতারণা করে, সেক্ষেত্রে পিকেএসএফ ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
পিকেএসএফ-এর উপ-মহাব্যবস্থাপক মাহুফুজুল ইসলাম শামীমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com