
লামিচানের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২২ । ১৭:৩৮ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২২ । ১৭:৩৮
স্পোর্টস ডেস্ক

নেপালের ক্রিকেটার সন্দীপ লামিচানে। ছবি: ফাইল
নেপাল জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সন্দীপ লামিচানের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। কাঠমাণ্ডুর নিকটস্থ এলাকায় ১৭ বছরের কিশোরীকে ধর্ষণ করেছেন দাবি করে থানায় অভিযোগ দায়ের করেছেন মেয়েটির বাবা-মা।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এক বিবৃতি দিয়ে নেপাল পুলিশ লামিচানের বিরুদ্ধে অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছে। ধর্ষণের অভিযোগে পুলিশ লামিচানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
তবে লামিচানের বিরুদ্ধে পুলিশ কিংবা দেশটির ক্রিকেট বোর্ডের ব্যবস্থা গ্রহণের বিষয়ে কিছু জানা যায়নি। অভিযোগের প্রেক্ষিতে নেপালের সবচেয়ে বড় তারকা লেগ স্পিনার লামিচানেরও কোন মন্তব্য পাওয়া যায়নি।
লামিচানে ২০১৮ সালে নেপাল জাতীয় দলে ডাক পান। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলটির অধিনায়ক জ্ঞানেন্দ্র মল্লকে সরিয়ে ২০২১ সালে তাকে নেতৃত্বভার দেওয়া হয়। ডানহাতি এই লেগ স্পিনার আইপিএল, বিপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com