
আধা ঘণ্টার বৃষ্টিতেই চট্টগ্রামে হাঁটুপানি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২২ । ২১:৩৯ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২২ । ২১:৪৬
চট্টগ্রাম ব্যুরো

বর্ষণে এভাবেই ডুবে যায় চট্টগ্রাম নগরী/ পুরোনো ছবি
চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা নিরসনে হাজার হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করেও মিলছে না সুফল। আজ বুধবার দুপুরে আধা ঘণ্টা থেকে পৌনে এক ঘণ্টার বৃষ্টিতেই নগরীর বিভিন্ন সড়কে জমে যায় হাঁটুপানি। এতে জরুরি কাজে বের হওয়া মানুষসহ কর্মস্থলফেরত নগরবাসী চরম দুর্ভোগে পড়েন। সবচেয়ে বেকায়দায় পড়েন স্কুলফেরত শিশুদের নিয়ে অভিভাবকরা।
নগরের পাঁচলাইশ আবাসিক এলাকা, ষোলশহর, চকবাজার, শুলকবহর, কাপাসগোলা, রহমতগঞ্জ, তিনপুলের মাথা, পাঠানটুলিসহ বিভিন্ন এলাকায় হাঁটুপানি জমে থাকতে দেখা গেছে। সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যাপক বেনুয়ারা বেগম জানান, দুপুরে জরুরি কাজে নগরের জুবিলী রোড যাওয়ার জন্য বের হন। সিএনজিচালিত অটোরিকশায় রহমতগঞ্জে গিয়ে দেখেন সড়কে পানি জমে আছে। পরে রাইফেলস ক্লাব পার হয়ে তিনপুলের মাথায় যাওয়ার পর জলাবদ্ধতার কারণে আর সামনে এগোতে পারেননি। পরে অন্য রাস্তা ঘুরে গন্তব্যে পৌঁছান।
নগরের পাঁচলাইশ এলাকায় গিয়ে দুর্ভোগে পড়েন মো. মঈনুর রহমান। তিনি বলেন, আধা ঘণ্টার বৃষ্টিতে যদি এমন পরিস্থিতি হয়, তাহলে বেশি বৃষ্টি হলে চট্টগ্রাম নগর ভেসে যাবে। নগরের খাল-নালাগুলো নিয়মিত পরিষ্কার রাখতে মেয়রের প্রতি অনুরোধ জানান তিনি।
চট্টগ্রাম সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, জলাবদ্ধতা নিরসনে নগরে ১১ হাজার কোটি টাকার চারটি প্রকল্পের কাজ চলছে। এরই মধ্যে ব্যয় হয়েছে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা। তবে নগরবাসীর অভিযোগ, জলাবদ্ধতা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। তাঁরা বলছেন, পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। হালকা বৃষ্টিতেও জমে যাচ্ছে পানি।
চট্টগ্রাম আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার বিকেল ৩টা পর্যন্ত চট্টগ্রামে ৪ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়। স্থানীয়রা জানান, নগরীর খাল-নালাগুলো বর্জ্যে ঠাসা। খালের পাড়ে রিটেইনিং ওয়াল নির্মাণের কারণে পানি নামার পথগুলোও বন্ধ হয়ে গেছে। এ ছাড়া দখল হয়ে গেছে অধিকাংশ খাল-নালা। এসব কারণে পানি নামতে না পেরে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা হচ্ছে।
তবে চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনাবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোবারক আলী বলেন, নালা পরিস্কার থাকায় পানি জমলেও দ্রুত নেমে গেছে। নালা-নর্দমা ও খালগুলো নিয়মিত পরিষ্কার করা হচ্ছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com