
চট্টগ্রামে সমাবেশে যুবদল নেতারা
রাজপথে লড়াইয়ের বিকল্প নেই
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২২ । ২২:২০ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২২ । ২২:২০
চট্টগ্রাম ব্যুরো

বিএনপি যৌক্তিক আন্দোলন করছে। রাজপথে এখন লড়াইয়ের বিকল্প নেই। আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আগামীর আন্দোলনে বিএনপির পাশে থেকে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে। বুধবার চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি মোড়ে কেন্দ্র-ঘোষিত শোক র্যালির আগে সমাবেশে এসব কথা বলেন যুবদলের নেতারা।
সমাবেশে যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না বলেন, শাসকগোষ্ঠীর লুটপাটে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি; ডিজেল, পেট্রোল, অকটেনের দাম ইতিহাসের সর্বোচ্চ। দেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে নব্য ডিজিটাল একদলীয় শাসন। এই দুঃশাসন রুখতে বিএনপি যৌক্তিক আন্দোলনে নেমেছে। যুবদল এই আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছে।
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, আওয়ামী শাসনে দেশবাসী অতিষ্ঠ। চারদিকে হাহাকার, লুটপাটের হরিলুট। দেশের মানুষ ভালো নেই। শুধু ভালো আছে আওয়ামী গোষ্ঠী। গণতন্ত্র আজ নির্বাসনে। সোনার বাংলা গড়তে রাজপথে লড়াইয়ের আজ বিকল্প নেই।
শোক র্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সহসভাপতি আজমুল হুদা রিংকু, নুর আহমেদ গুড্ডু, এস এম শাহ আলম রব, সাহেদ আকবর, এম এ রাজ্জাক, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক মো. হুমায়ুন কবীর, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, হেলাল হোসেন, গুলজার হোসেন, রাজন খান, ওমর ফারুক, শিব্বির আহমদ ওসমানী, সহসাধারণ সম্পাদক ফেরদৌস আলম, কামাল পাশা, আসাদুর রহমান টিপু প্রমুখ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com