সীমান্তে ৫ কেজি হেরোইনসহ গ্রেপ্তার ১

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২২ । ২২:৩৪ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২২ । ২২:৩৪

রাজশাহী ব্যুরো

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দুর্গম চর এলাকা থেকে বুধবার দুপুরে পাঁচ কেজি হেরোইনসহ হুমায়ুন কবির (৩৭) নামের এক মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। তিনি চর বকচর এলাকার বাসিন্দা।

রাজশাহীতে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাত সোয়া ৪টার দিকে বকচর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে চোরাকারবারি হুমায়ুন কবিরকে গ্রেপ্তারের পর তার খাটের নিচে থেকে পাঁচ কেজি হেরোইন, নগদ পঞ্চাশ হাজার টাকা, একটি মোবাইল ও একটি সিম কার্ড উদ্ধার করা হয়।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com