
যুবককে হত্যা করে মরদেহ মাটিচাপা, বাবা-মা আটক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২২ । ২৩:২৭ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২২ । ২৩:২৭
নোয়াখালী প্রতিনিধি

প্রতীকী ছবি
পারিবারিক কলহের জেরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক যুবককে হত্যা এবং মরদেহ মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে পরিবারের বিরুদ্ধে। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লালপুর এলাকার আব্দুল করিম হাজী বাড়ির পুকুর পাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর বাবা, মা ও ভাইকে আটক করেছে পুলিশ।
নিহত নূর হোসেন শাকিল (২৫) লালপুর এলাকার আব্দুল করিম হাজী বাড়ির বসির হোসেন বাবুলের ছেলে। তিনি নির্মাণশ্রমিক ছিলেন।
এ ঘটনায় বুধবার রাত ৮টার দিকে বেগমগঞ্জ মডেল থানায় সংবাদ সম্মেলন করে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম জানান, গত শনিবার রাত ১১টার দিকে পরিবারের সদস্যরা শাকিলকে হত্যার পর বসতঘর-সংলগ্ন পুকুর পাড়ে মাটিচাপা দিয়ে রাখে। বুধবার বিকেলে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের বক্তব্যে অসংলগ্নতা পাওয়া যায়। পরে শাকিলের ভাই এমাম হোসেনকে আটক করে বেগমগঞ্জ থানায় নেয় পুলিশ। সেখানে এমাম হত্যার কথা স্বীকার করে। পরে তাঁর তথ্যে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শাকিলের মা, বাবা বসির হোসেন বাবুল ও ভাই এমামকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় মীরওয়ারিশপুর ইউনিয়নের সদস্য মো. সোহাগ জানান, শাকিল মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে প্রায়ই পরিবারের সদস্যের ওপর অত্যাচার করতেন তিনি। এ নিয়ে পরিবারে কলহের কারণে পরিবারের সদস্যরা তাঁকে হত্যা করতে পারে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি বৃহস্পতিবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। মামলার পর গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আসামিদের আদালতে পাঠানো হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com