মারধর ও বাবার বাড়ি পাঠানোর পর মিলল গৃহবধূর ঝুলন্ত লাশ

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২২ । ২০:১৪ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২২ । ২০:১৪

রাজবাড়ী প্রতিনিধি

প্রতীকী ছবি

রাজবাড়ীর পাংশা উপজেলায় ভগ্নিপতির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মারধর ও পরে সালিশের মাধ্যমে বাবার বাড়ি পাঠানো হয়েছিল এক গৃহবধূকে। শুক্রবার সকালে উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে বাবার বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পলি খাতুন (২০) নামে ওই নারী একই ইউনিয়নের চর আফড়া গ্রামের হাসান সরদারের স্ত্রী। স্বজনের অভিযোগ, অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছেন পলি।

স্থানীয়রা জানান, গত বুধবার রাতে পলির শ্বশুরবাড়িতে যান তাঁর ভগ্নিপতি। তাঁদের মধ্যে অনৈতিক সম্পর্ক থাকার অভিযোগে ওই সময় এলাকাবাসী তাঁদের আটক করে। তাঁদের মারধরও করা হয়। বৃহস্পতিবার সকালে সালিশের মাধ্যমে পলিকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এ সময় হাবাসপুর ইউপি চেয়ারম্যান আল মামুন খান, স্থানীয় ইউপি মেম্বার শহীদ এবং পলির শ্বশুরবাড়ির লোকজন উপস্থিত ছিলেন। তবে পলির বাবার বাড়ির কেউ সালিশে উপস্থিত ছিলেন না।

পলির বাবা জানান, তাঁর বড় জামাতা কানের দুল দিতে পলির বাড়ি গিয়েছিলেন। রাত আড়াইটার দিকে তাঁদের সালিশ বৈঠকের কথা জানানো হয়। তবে তিনি সালিশে যেতে পারেননি। সালিশের পর মেয়েকে তাঁর বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তাঁকে মারধরও করা হয়েছে। অপবাদ ও অপমান সহ্য করতে না পেরেই তাঁর মেয়ে আত্মহত্যা করেছেন। তিনি এর বিচার চান।

তবে হাবাসপুর ইউপি চেয়ারম্যান আল মামুন খান দাবি করেন, ওটা সালিশ ছিল না। পলির সঙ্গে তাঁর ভগ্নিপতির অনৈতিক সম্পর্ক ছিল। এটি জানান পর অভিযুক্ত ছেলে ও মেয়ের পক্ষের অভিভাবকদের খবর দেওয়া হয়। পরে অভিযুক্ত ব্যক্তিকে (ভগ্নিপতি) তাঁর অভিভাবকের জিম্মায় দেওয়া হয়। আর পলির পক্ষের কেউ না থাকায় স্থানীয় ইউপি সদস্য তাঁকে বাবার বাড়ি দিয়ে আসেন। সালিশে কোনো মারধর করা হয়নি। এলাকাবাসী যখন তাঁদের ধরে, তখন মারধর করে থাকতে পারে।

পাংশা থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, রাজবাড়ী সদর হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে কেউ কোনো অভিযোগ করেননি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com