
জেলা-উপজেলায় শিশুদের করোনা টিকাদান শুরু ১১ অক্টোবর
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২২ । ১২:৫৬ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২২ । ১৩:০১
সমকাল প্রতিবেদক

জাতীয় অ্যাডভোকেসি ওয়ার্কশপ/ ছবি- সমকাল।
করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় আগামী ১১ অক্টোবর থেকে সারাদেশে জেলা-উপজেলা পর্যায়ে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ শনিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় অ্যাডভোকেসি ওয়ার্কশপে অংশ নিয়ে তিনি এ কথা জানান।
তিনি বলেন, করোনা টিকা প্রয়োগে গতি বাড়াতে ২৮ সেপ্টেম্বরে থেকে ৩ অক্টোবর পর্যন্ত একটি টিকা ক্যাম্পেইন চলবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
ভারপ্রাপ্ত সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com